মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল ৪৬ জন প্রার্থীর 

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
ছবি: জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী, অন্যান্য
expand
ছবি: জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী, অন্যান্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জামালপুর জুড়ে ছিল নির্বাচনী তৎপরতা।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের উপস্থিতিতে লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্য ভিড়। জেলার পাঁচটি সংসদীয় আসনে এদিন মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৫টায় সময়সীমা শেষ হলে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবারে মোট ৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসনভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে জামালপুর-৫ (সদর) আসনে। অপরদিকে তুলনামূলকভাবে কম প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে। আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্র— জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): ৪ জন জামালপুর-২ (ইসলামপুর): ৯ জন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): ১১ জন জামালপুর-৪ (সরিষাবাড়ী): ১০ জন জামালপুর-৫ (সদর): ১২ জন

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুসরণ করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩ ও ৪ জানুয়ারি জমা দেওয়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X