মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী 

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
শেরপুরে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী 
expand
শেরপুরে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে, তিনটি সংসদীয় আসনে মোট ৩০জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, সকলে আচরণবিধি মেনে আমার দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে ও ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষে। সবশেষ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শেরপুর-১ আসন থেকে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ৭ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি থেকে সানসিলা জেবরিন প্রিয়াংকা, জাতীয় পার্টি থেকে মো. মাহমুদুল হক মনি ও মো. ইলিয়াস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি থেকে মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মো. শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর-২ আসন থেকে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ৫ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. গোলাম কিবরিয়া, বিএনপি থেকে মোহাম্মদ ফাহিম চৌধুরী ও মো. ইলিয়াস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি থেকে মো. রফিকুল ইসলাম বেলাল।

এছাড়াও শেরপুর-৩ আসন থেকে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু তালেব মো. সাইফুদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X