

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাদি হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এসময় ‘শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘তুমি কে আমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’, ‘গোলামি না আজাদি—আজাদি, আজাদি’ এবং ‘হাদি ভাইয়ের খুনিদের—ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন নির্ভীক সৈনিক ও আধিপত্যবাদবিরোধী শক্তিশালী কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিপ্লবের চেতনাকে দমিয়ে রাখা যাবে না। হাদি হত্যার মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না।
বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যশোরে আন্দোলন আরও কঠোর ও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, হাদি কোনো নির্দিষ্ট দলের ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার একজন অগ্রসেনানী। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।
মন্তব্য করুন
