মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন জমা দিতে পারলেন না হিরো আলম

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
expand
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে মনোনয়ন উত্তোলন করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাকে ফেরত পাঠানো হয়।

পরে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, হিরো আলম দুপুরের দিকে মনোনয়নপত্র উত্তোলন করলেও বিকেল ৪টার পর দাখিল করতে আসেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে আশরাফুল আলম হিরো আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X