সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
expand
ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য এবং ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ হাসিম আলী(৪৩)। তিনি রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট থেকক হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে মোঃ হাসিম আলীকে ভারতীয় ১৩ বোতল মদ এবং ১টি মোবাইলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২১ হাজার ৫০০ টাকা।

এদিকে,রোববার দুপুরে ১টার সময় কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থান থেকে হাবিলদার মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ এবং ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করেছে।যার আনুমানিক মুল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও মোবাইল দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X