সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
ওসমান হাদি
expand
ওসমান হাদি

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X