

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে অয়ন নামে স্থানীয় এক কিশোর গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীরের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ীর সারের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইটনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এদিকে আগুন নেভানোর সময় অয়ন নামে এক কিশোর গুরুতরভাবে দগ্ধ হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন
