রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
ট্রাক–সিএনজি সংঘর্ষ
expand
ট্রাক–সিএনজি সংঘর্ষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের বাসিন্দা মো. মিজান (৩৮), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র কর্মকর্তা রিয়াজ উদ্দিন এবং দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন প্রতিনিধি খান আজিমের কন্যা আজমিরী আমরিন।

আহতরা হলেন— লালমোহন উপজেলার জয়নাল আহম্মেদের ছেলে তাজল (৪০), বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে ফারহান (১৪) এবং সাংবাদিক খান আজিম।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, চরফ্যাশন–ভোলা আঞ্চলিক মহাসড়ক সংস্কারের পর থেকে এই সড়কে দুর্ঘটনা বেড়েছে। বিশেষ করে সিএনজি ও ভারী যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা জানান।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X