

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল মহানগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বরে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করে।
অবরোধের ফলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এর আগে বিকেল ৩টার দিকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ গোলচত্বরে জড়ো হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে মহাসড়কে বসে পড়ে অবরোধ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম, বিএম কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসীন উদ্দিনসহ অন্যান্য শিক্ষার্থী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতরা এখনো গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেন। তারা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্র-জনতা।
মন্তব্য করুন
