শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সম্রাট নিহত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
নিহত সম্রাট
expand
নিহত সম্রাট

রাজবাড়ীর পাংশায় কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সম্রাট উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা এলাকার মৃত অক্ষয় মন্ডের ছেলে এবং সেলিম বসাকুষ্টিয়া এলাকার সেলিম এর ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনির ঘটনায় সম্রাটের মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করত। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি সে নিজ এলাকায় ফিরে আসে।

কয়েকদিন আগে সে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখ এর বাড়িতে চাঁদা দাবি করে, কিন্তু বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। গতকাল রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদা আদায় করতে গেলে বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে কুষ্টিয়া বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X