বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল- ৫ ইসলামী আন্দোলনের আসন: মুফতি ফয়জুল করীম 

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
মুফতি ফয়জুল করীম 
expand
মুফতি ফয়জুল করীম 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বরিশাল প্রেসক্লাব'র সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বরিশাল সদর (বরিশাল-৫) আসনটি আমাদের আমীরের আসন। এখানে আমাদের জন্ম,দাদার জন্ম, বাবার জন্ম। এটি অবশ্যই আমাদের থাকবে। এটি অন্যরা চাওয়ার তো প্রশ্নই আসে না। আমি কি ডাঃ শফিকুর রহমানের আসনটি চাইতে পারি ? না সেটা সম্ভব না'।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, জামায়াত সহ সমমনা ৮ দলের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। দুই এক দিনের মধ্যে চুড়ান্তভাবে ঘোষণা করা হবে। যে আসনে যে দলের শক্ত অবস্থান সেই আসন সেই দলকেই দেওয়া হবে। তাছাড়া দলভিত্তিক আসন বন্টন করা হবে। সেখানে যে দল যে আসন পাবে তারা সেখানে প্রার্থী সিলেক্ট করবে। দল চাইলে আমি বরিশাল ৫ ও ৬ দুটি আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। তাই সরকারকে আরো কঠোর হতে হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা ত্রাস করতে চায় এবং হুমকি ধামকি দিবে তাদেরকে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। এ সময় তার সাথে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X