বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশু সাজিদ

সন্তানের জীবন বাঁচাতে অসহায় বাবা–মায়ের আকুতি

মাদারীপুর প্রতিনিধ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম
expand
সন্তানের জীবন বাঁচাতে অসহায় বাবা–মায়ের আকুতি

মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত গ্রাম পাঁচ্চরে দিনমজুর সোর খার পরিবারে একসময় ছিল স্বপ্ন আর হাসিখুশি দিন। ৮ বছরের ছেলে সাজিদকে ঘিরেই ছিল বাবা–মায়ের সব আশা। কিন্তু অল্প বয়সেই সাজিদের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। মুহূর্তেই বদলে যায় পুরো পরিবারটির জীবন।

যে বয়সে শিশুরা খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকে, সে বয়সেই হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে সাজিদ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা থাকলেও আজ সোর খা ও তার স্ত্রী গভীর অনিশ্চয়তা আর হতাশায় দিন কাটাচ্ছেন। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয়ভাবে কিছু সহানুভূতিশীল মানুষের সহযোগিতা মিললেও তা দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য পর্যাপ্ত নয়। দিনমজুরের আয় দিয়ে ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবুও সন্তানের জীবন বাঁচাতে শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন অসহায় বাবা–মা।

ক্যান্সারে আক্রান্ত শিশু সাজিদের জীবন রক্ষায় দেশের বিত্তবান, সমাজের হৃদয়বান ব্যক্তি ও বিভিন্ন দানশীল প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার বাবা–মা। একটু সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারিয়ে যাওয়া হাসি।

যোগাযোগ ও সহযোগিতার জন্য: 01344585051 সাজিদের অসহায় পরিবার স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের মাধ্যমে সহায়তা গ্রহণে আগ্রহী। মানবিক সহায়তার জন্য এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X