বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই নৌকাসহ ১৩ জেলে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
ট্রলার
expand
ট্রলার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় দু'টি নৌকাসহ ১৩ জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মি আটক করে নিয়ে গেছে।

আটক জেলেরা- সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), মো. হামিদ হোসেন(৪৫),জসিম উদ্দিন (১৮), মো.হারুন মিয়া (৪০), শামলাপুরে বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০) ও তার ছেলে মো. হাসেম (১৫)। বাকি ৭ জনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথক ভাবে মিয়ানমার মংডু সংলগ্ন সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়েছে।

স্থানীয় জেলে আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেরা মাছ শিকারে নিয়োজিত ছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৬ জন জেলেকে আটক করে নিয়ে যায়। নৌকায় থাকা মাছ ও জালও তারা জব্দ করে। পরে একই দিন দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ জন জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয় জেলেদের সূত্রে তিনি জানতে পেরেছেন যে সেন্টমার্টিন ও শামলাপুর এলাকার ৬ জন জেলেকে আরাকান আর্মি আটক করে। পরে আরও ৭ জেলে সহ মোট ১৩ জেলেকে তারা আটক করেছেন। আটকদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেলেও বাকি ৭ জনের পরিচয় এখনো জানা যায়নি। এ সময় দু'টি নৌকা তারা জব্দ করে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ তাকে অবগত করেনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X