বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, গার্মেন্টস ছুটি ঘোষণা

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
expand
অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়ার তিলারগাতি এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কারখানার তৃতীয় তলায় প্রথমে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি ছড়িয়ে পড়লে একের পর এক আরও শ্রমিক অসুস্থ হতে থাকেন। পরে পর্যায়ক্রমে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিককে চিকিৎসার জন্য টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শ্রমিকরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানায় আতঙ্ক সৃষ্টি হয়। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।

কনসেপ্ট নিটিং লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, “প্যানিক অ্যাটাকের কারণে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আজ কারখানা ছুটি দেওয়া হয়েছে।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, “কনসেপ্ট গার্মেন্টসে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X