বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
পরিবেশ অধিদপ্তরের অভিযান
expand
পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদনের দায়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ৫টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয়, কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় মোট ২৯ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম অভিযানে নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার কুলিয়াপাড়া ও দড়িচাইল এলাকায় অবস্থিত মেসার্স মেসার্স রিজভী ব্রিকস, মেসার্স সিটি ব্রিকস, মেসার্স এস. কে. বি. ব্রিকস, মেসার্স ভিটার ব্রিকস এবং মেসার্স সম্পূর্ণ ব্রিকস নামের পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি ইটভাটাকে ৫ লাখ টাকা এবং বাকি চারটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X