

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় 'অ্যাড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বাসভবনের প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় শীতবস্ত্র হিসাবে পুরুষ ও নারীদের মাঝে চাদর এবং শিশুদের জন্য শীতের পোষাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা খান। সঞ্চালনা করেন, সংগঠনের মহাসচিব মো. আবু তাহের সীমান্ত।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শীতার্ত মানুষের দুঃখ অনেকটাই কমানো সম্ভব।
মন্তব্য করুন
