

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা -বরিশাল মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে সেনাবাহিনী আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ করে অবরোধ করেন বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। এতে মহাসড়কে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। দেশের ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা একযোগে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে সড়কে অবস্থান করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ২য় দিনের পর ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন।
পরে ৩ ঘন্টা পর সেনাবাহিনী আশ্বাসে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। কথা রয়েছে, বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধিদের সাথে সেনাবাহিনীর মধ্যস্থতায় বৈঠকে বসবে শিক্ষার্থীরা।
এতে সুফল না হলে আবারো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করার কথা জানান শিক্ষার্থী প্রতিনিধি আরাফাত হোসেন। এর আগে সোমবার প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বরিশাল ছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৮ দফা দাবি হলো, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা।
মন্তব্য করুন
