বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনতলা রেলওয়ে স্টেশনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
আমরণ অনশন কর্মসূচি
expand
আমরণ অনশন কর্মসূচি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার হোসেন বেলাল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে মনতলা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ অনশন কর্মসূচি শুরু হয়। অনশন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।

অনশনকারী আনোয়ার হোসেন বেলাল বলেন, মনতলা একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও এখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের যাতায়াতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তিনি আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে, কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X