

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সীমান্ত হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ৩ টার দিকে ১টি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয় ।
উক্ত ট্রাকটি তল্লাশী করে বালি ভর্তি ট্রাকের মধ্যে লুকানো অবস্থায় পরিবহনকালে মালিকবিহীন বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
