বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
সতর্ক অবস্থায় ৫৩ বিজিবি
expand
সতর্ক অবস্থায় ৫৩ বিজিবি

খুলনায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায়। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এবং শহরস্থ এলাকায় নজরদারি বাড়িয়েছে ৫৩ বিজিবি।

ঘটনার পরপর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ ও সীমান্ত এলাকায় টহল তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২ টি ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭ টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও, শহর এলাকায় অবস্থিত ০২টি চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই এই অঞ্চলের সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নির্দেশনায় সব ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X