

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাকা যেতে বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে বিএনপি'র নেতাকর্মীরা। এতে ছেড়ে যায়নি রাজধানীগামি লালমনি এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে জেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষার পরে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনে নেতা দেখতে রাজধানী ঢাকা যাবে জেলা বিএনপি'র সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিএনপি ভক্তরা।
এজন্য ২৪ ডিসেম্বর রাতে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকা গামি ভাড়ায় চালিত একটি ট্রেন বরাদ্ধ চেয়ে গত ১৯ ডিসেম্বর রেল ভবনো আবেদন জানায় লালমনিরহাট জেলা বিএনপি।
সেই আবেদন নাকচ করে সোমবার রাতে রেলভবন জানায়, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। রেলভবনের এমন সিদ্ধান্তে ফুসে উঠে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রেলভবনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি'র নেতাকর্মীরা।
এ সময় তারা লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পরে লালমনি এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতী ঘোষনা করতে বাধ্য হয়। সকাল ১০ টায় ৪৫ মিনিটে ছেড়ে যাবার কথা থাকলেও দুপুর দেড় পর্যন্ত ছেড়ে যায়নি আন্তঃনগর এ ট্রেনটি।
ফলে চরম ভোগান্তিতে পড়েন লালমনিরহাট থেকে ঢাকাগামি যাত্রী সাধারন।
লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিচ বলেন, প্রিয় নেতাকে দীর্ঘ দিন পরে দেখতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছি ঢাকা যেতে। নেতাকর্মীদের পরিবহনের জন্য আমরা যথাযথ প্রক্রিয়ায় রেলভবনে আবেদন করেছি বিশেষ ট্রেন চেয়ে। তারা শেষ সময়ে এসে ট্রেন বরাদ্ধ নেই বলে জানান দেন।
এতে অল্প সময়ে আমরা বিকল্প কোন সিদ্ধান্ত নিতে পারছি না। রেলভবন এখনও সিদ্ধান্ত নিলে আমরা প্রিয় নেতার অনুষ্ঠানে উপস্থিত হতে পারব। তারা যতক্ষন আমাদের জন্য বিশেষ ট্রেন দিবে না ততক্ষণ পর্যন্ত আমাদের রেলপথ অবরোধ কর্মসুচি চলমান থাকবে। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় শহর সেখান থেকে কেন বিশেষ ট্রেন থাকবে না। আশা করি রেল বিভাগের শুভবুদ্ধি উদয় হবে।
লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার বলেন, রেলপথ অবরোধ করায় লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়নি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে না পারায় যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়েছে। অবরোধ না তুললে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা কামালের সরকারী নম্বরে একাধিকবার ফোন করেও তিনি রিসিভ করেননি, উল্টো সাংবাদিকের ফোন দেখে মোবাইল বন্ধ করে রাখেন।
মন্তব্য করুন
