বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে ১০টি বসতঘর পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম
শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০টি বসতঘর পুড়ে ছাই
expand
শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০টি বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার আবদার কলেজ রোডে রবিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

তালাবদ্ধ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ঘরে। অল্প সময়ের মধ্যে অন্তত ১০টি বসতঘর আগুনে আক্রান্ত হয়।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X