বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
সড়ক দুর্ঘটনায়  লিজন আহমেদ নামের এক রাজমিস্ত্রী নিহত
expand
সড়ক দুর্ঘটনায়  লিজন আহমেদ নামের এক রাজমিস্ত্রী নিহত

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লিজন আহমেদ নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

নিহত লিজন আহমেদ মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় মেহেরপুর-মুজিবনগর বাইপাস সড়কে বালি বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত লিজন ও তার অপর সঙ্গী রকিবুল মোটরসাইকেল যোগে মোনাখালি থেকে বাইপাস সড়ক দিয়ে মেহেরপুরে আসছিলেন। ঘন কুয়াশার কারনে রাস্তা দেখা যাচ্ছিল না। বরিং এর মাঠ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X