শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ওসমান হাদির গায়েবানা জানাজা, কফিন মিছিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
গায়েবানা জানাজা
expand
গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ফরিদপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফরিদপুরের বিভিন্ন এলাকায় হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কফিন মিছিল করেছে তৌহিদী জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ মসজিদ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ওসমান হাদীর গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়।

জানাজায় ফরিদপুর মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা শরিফ ওসমান হাদির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বক্তারা তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে জুমার নামাজ শেষে ফরিদপুর শহরসহ জেলার বোয়ালমারী উপজেলার বিভিন্ন মসজিদের সামনে তৌহিদী জনতার ব্যানারে কফিন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X