শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু
expand
একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ডাকাতি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে ওসি সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করে মোবাইল ফোনে অর্থ দাবি করে আসছিলেন। তার অপপ্রচারের শিকার হওয়া সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন। গ্রেফতারকৃত আসামি নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X