

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের চাপায় মো. জয়নাল আবেদীন ভূঁইয়া (৬৮) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নিহত জয়নাল আবেদীন ভূঁইয়া সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাটে অবস্থিত ‘ভূঁইয়া মেটাল’ নামের একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শুকলাল হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাকির রাব্বানী।
মন্তব্য করুন
