

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পাশ থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সদরপুর সাবরেজিস্টার অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা জড়ো হন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস জানান, গত দুই দিন আগে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। উদ্ধার হওয়া মরদেহটি ওই যুবতীর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। মরদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
