শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক
expand
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিন ব্যাপী মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টায় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।

তিনি বক্তব্যে বলেন, মাদক ব্যবহারকারীরা তাদের পরিবার পরিজনদের সাথে অত্যাচার করে। তারা মাদকের টাকার জন্য খারাপ আচরণ করে। এরা পরিবারের শত্রু। যারা মাদকাসক্ত ও এর সাথে জড়িত তারা সমাজের শত্রু। খেলোয়াড়রা কখনো খারাপ কাজে পা বাড়ায় না। তবে সম্প্রতি যুসমাজ অনলাইন গেমস (জুয়া) আসক্ত হয়ে পড়ছে।

জেলা প্রশাসন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চারটি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দলগুলো হচ্ছে-জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও মর্নিং ব্যাচ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেণ ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই।

আরো বক্তব্য দেন এনডিসি আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির, ক্রীড়া সংগঠক ও গুয়াখোলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফয়সাল গাজী বাহার।

সহকারী কমিশনার নাজমুল শাহাদাত ফাহিম, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শেখ মঞ্জুর কাদের সোহেল, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X