

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে প্রায় ৪ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ উঠেছে যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নামমাত্র জামানতে ঘর, বাথরুম, পানির ট্যাংকি, সাবমারসিবল পাম্প ও সোলার লাইট স্থাপনের আশ্বাস দিয়ে প্রায় ৫ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হলেও এক বছরেও কোনো কাজ হয়নি—এমন অভিযোগ তুলে ভুক্তভোগীরা যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার দুপুর ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফাতেমা খাতুন। তিনি জানান, মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুরাদ হোসেন ও স্বরূপদাহ গ্রামের শফিকুজ্জামান ২০২৪ সালের নভেম্বর মাসে মনিরামপুর, অভয়নগরসহ যশোরের ৮টি উপজেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। পরে ২৫ জন মাঠকর্মী নিয়োগ দিয়ে বিদেশি সহায়তার নামে স্বল্পমূল্যে ঘর ও স্যানিটেশন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে সদস্য সংগ্রহে নামানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাঠকর্মীরা গ্রামে গ্রামে ঘুরে প্রায় ৫ হাজার গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৪ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানে জমা দেন। কিন্তু এক বছর পার হলেও কোনো গ্রাহকই ঘর, বাথরুম, সাবমারসিবল কিংবা সোলার লাইট পাননি। অভিযোগ অনুযায়ী, দুই মাস আগে মুরাদ ও শফিকুজ্জামান আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, যোগাযোগ করলে অভিযুক্তরা উল্টো মিথ্যা মামলার হুমকি ও ক্ষয়ক্ষতির ভয় দেখাচ্ছে। এতে মাঠকর্মী হিসেবে কাজ করা ২৫ জনও চরম বিপাকে পড়েছেন। থানাসহ বিভিন্ন দপ্তর ও সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দিয়েও এখনও কোনো কার্যকর প্রতিকার মেলেনি বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মাঠকর্মী সালমা খাতুন, বেবি খাতুন, তিথি ইয়াসমিন, লিশা বেগম ও মিনা খাতুন উপস্থিত ছিলেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের টাকা উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন
