

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রমিক অসন্তোষের জেরে টানা সাত দিন বন্ধ থাকার পর গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানা পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে পোশাক কারখানাটিতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, গত ৭ ও ৮ ডিসেম্বর শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভে অংশ নেন। এর পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
অবৈধভাবে কারখানায় সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা এবং চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১১ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩ ধারা অনুযায়ী ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ।
পি.এন. কম্পোজিট লিমিটেডের এজিএম আখলাকুর রহমান জানান, সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তিনি বলেন, “শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। তাদের প্রকৃত কোনো দাবি-দাওয়া নেই। তাদের একমাত্র দাবি ছিল কর্তৃপক্ষকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে।”
তিনি আরও জানান, বরখাস্তকৃত ১৩৯ জন শ্রমিককে পুনরায় কাজে নেওয়া হয়নি এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, “শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে গাজীপুর শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।”
মন্তব্য করুন
