

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শৈশব থেকেই অনিকা আক্তারের চোখে ছিল একটাই স্বপ্ন ডাক্তার হওয়া। মানুষের কষ্ট লাঘব করার সেই স্বপ্নের বীজ বোনা হয়েছিল খুব ছোট বয়সেই। তখন তার মা ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতা, হাসপাতালে যাতায়াত আর চিকিৎসকদের সেবা অনিকার মনে গভীর ছাপ ফেলেছিল। সেদিনই সে মনে মনে ঠিক করে নেয় একদিন সে নিজেও এমন একজন মানবিক ডাক্তার হবে।
সেই স্বপ্নকে হৃদয়ে লালন করেই বড় হয়েছে অনিকা। পড়াশোনায় ছিল বরাবরই মেধাবী ও মনোযোগী। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পূর্ব চতলবাইদ এলাকার আজিজুল হকের মেয়ে অনিকা আক্তার তার কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফল হিসেবে আজ পৌঁছে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
গত ১৪ ডিসেম্বর প্রকাশিত এমবিনিএস এন্ড বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফলে অনিকা ১৫৫৮তম স্থান অর্জন করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে বাস্তবে রূপ নিতে যাচ্ছে তার দীর্ঘদিনের স্বপ্ন।
অনিকা ২০২৩ সালে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৫ সালে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়কাঞ্চনপুর থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সে বৃত্তিও লাভ করে।
ডাক্তার হওয়ার ইচ্ছাটা তার কাছে এতটাই দৃঢ় ছিল যে, মেডিকেল ভর্তি পরীক্ষা ছাড়া অন্য কোনো ভর্তি পরীক্ষায় সে অংশ নেয়নি। এক লক্ষ্য, এক পথ—সেটিই তাকে এনে দিয়েছে আজকের এই সাফল্য।
মেয়ের এমন সাফল্যে মা–বাবা, ভাইসহ পরিবারের সবাই গর্বিত ও আনন্দিত।
আজ অনিকার এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্যই অনুপ্রেরণার গল্প। মানবিক ডাক্তার হওয়ার যে স্বপ্ন একদিন মায়ের অসুস্থতা দেখে জন্ম নিয়েছিল, তা আজ বাস্তবতার পথে অনেকটাই এগিয়ে গেছে।
মন্তব্য করুন
