সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় জমি নিয়ে আ.লীগ–বিএনপির সংঘর্ষ, আহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
expand
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কুমিল্লার মেঘনা উপজেলায় পরিত্যক্ত জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জামাল মিয়া, রাতুল, তাসলিমা আক্তার, শহিদ মিয়া ও জসিম মিয়া। তাদের মধ্যে গুরুতর আহত শহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়ে চলে যাওয়ার পর তাদের জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। ওই জমিতে বিএনপি নেতা শহিদ মিয়ার অনুসারী জসিম মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা করলে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মিয়া এতে বাধা দেন। এ সময় জসিম মিয়ার ১২ বছর বয়সী ছেলে রাতুলকে মারধর করা হয়।

পরে এ ঘটনার বিচার চাইতে গেলে শহিদ মিয়ার ওপর মোসলেম মিয়া ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার খবর পেয়ে শহিদ মিয়ার পক্ষের লোকজন ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহিদ মিয়ার পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

আহত তাসলিমা আক্তার জানান, তাদের জমির পাশেই কিছু পরিত্যক্ত জমি ছিল। সেখানে ঘর নির্মাণ করতে গেলে আওয়ামী লীগ নেতা বাধা দেন এবং শিশু রাতুলকে মারধর করা হয়। পরে বিচার চাইতে গেলে তার স্বামীকেও গুরুতরভাবে আহত করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মারামারির সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X