

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুর শতবর্ষী রেলস্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে খুলনা-রাজশাহী ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। ফলে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি চালু ও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাবসহ নানা সংকটে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় স্টেশন ও আশপাশের এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।
এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। ২ ঘন্টা পর কর্মসূচি চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এই অবরোধ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
মন্তব্য করুন
