

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠাবেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গ্রেপ্তার আব্দুল বারেক (৫৫) ‘পিস্তল বারেক’ নামে পরিচিত। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে।
গ্রেপ্তারের পর তাঁকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম বলেন, আব্দুল বারেক দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকেই তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করে আসছিলেন।
তাঁর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার আব্দুল বারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
