

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের মধ্যবয়ড়া পালপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত মৌসুমী রানী ভৌমিক নন্দী (৩০) শহরের গৃদ্দানারায়ণপুর মহল্লার সজল নন্দীর স্ত্রী।
এ ঘটনায় শহরের নিউ মার্কেট এলাকায় এসি ডিলাক্স বাসের কাউন্টারে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করে উত্তেজিত জনতা। একইসাথে অগ্নিসংযোগেরও চেষ্টা করে। পরে স্থানীয়দের বাঁধার মুখে কাউন্টার ছেড়ে চলে যান তারা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে আসা দ্রুত গতির এসি ডিলাক্স নামে একটি বাস সদরের পালপাড়া এলাকায় আসে। এসময় রাস্তা পারাপারের সময় চাপা দেয় মৌসুমী রানী ভৌমিক নন্দীকে। এতে তিনি গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ওই বাসের নাম্বার ঢাকা-মেট্রো-ব-১৪-২৯১২।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
