

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী ও দলটির খুলনাঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন ওই এএসআই। প্রাথমিক তদন্তে তিনি সেখানে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন—এমন প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে তিনি ওই পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি এবং যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সদস্য মহিবুল্লাহ জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় স্লোগানসংবলিত গান পরিবেশন করছেন।
মন্তব্য করুন
