সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্প, ও শীতবস্ত্র বিতরণ 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
বিজিবির মেডিকেল ক্যাম্প
expand
বিজিবির মেডিকেল ক্যাম্প

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প ও শীতার্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাঙ্গালী সরকার মঈনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে সীমান্তবর্তী এলাকার ৩'শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে ৫'শ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি'র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া, ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজীর আহমদসহ অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজিবির এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র মানুষের পাশে বিজিবির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X