সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মফস্বলের সংবাদকর্মীরাই গণমাধ্যমের প্রাণ: বিএফইউজে'র সভাপতি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন
expand
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন

"মফস্বলে কর্মরত সংবাদকর্মীরাই গণমাধ্যমের প্রাণ। তারা প্রত্যেকে এক একটি মিডিয়া হাউজ" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট বোর্ডের অন্যতম সদস্য ওবায়দুর রহমান শাহীন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের পাবতীপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও আমারদেশ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), মামুনুর রশিদ (মানবকন্ঠ), হাবিব ইফতেখার (মোহনা টেলিভিশন), এমএ জলিল সরকার (ইনকিলাব), সাজ্জাদ হোসেন ( মানববার্তা), তাজকির হুসাইন (সোনার বাংলা), অহিদুল ইসলাম (গনকণ্ঠ) সহ অনেকে। আলোচনা সভায় দিনাজপুর ছাড়াও ঠাঁকুরগাও, নীলফামারী, গাইবান্ধা জেলা থেকে আগত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X