সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
শাহিন (৫০)
expand
শাহিন (৫০)

গাজীপুরের টঙ্গী থেকে শাহিন (৫০) নামে তাঁতীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গাজীপুর মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার দিবাগত রাতে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন ভোলা জেলার লালমোহন থানার চরটিটিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মধুমিতা এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, শাহিনকে টঙ্গী পূর্ব থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X