

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক মাস আগেও যে তরুণ বুকভরা স্বপ্ন আর দেশের পতাকা বুকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের মাটিতে, আজ তিনি ফিরছেন—কিন্তু জীবিত নয়, লাশ হয়ে।
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সদস্য শামীম রেজা। তার বয়স ছিল স্বপ্ন দেখার, পরিবার গড়ার, ভাই-বোনদের ভবিষ্যৎ গড়ার।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে গিয়ে দেখা যায়, শোকস্তব্ধ পরিবেশ। বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়ে নির্বাক বাবা আলম ফকির। চোখে মুখে শুধুই অসীম শূন্যতা।
শামীম রেজা গত ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। শুক্রবারও বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তার। সে সময় তিনি বলেছিলেন, “আব্বু, আমি ডিউটিতে যাচ্ছি… দোয়া কইরো।” কিন্তু সেই ডিউটিই হয়ে উঠল তার জীবনের শেষ ডিউটি।
তিন ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার বড়। মাঝের ভাই সৌদি আরবে কর্মরত, ছোট ভাই বাড়িতে বেকার। একমাত্র বোনটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী। পরিবারের বড় দায়িত্ব কাঁধে নিয়েই শামীম স্বপ্ন দেখেছিলেন—ভাইকে বিদেশ পাঠাবেন, বোনের হাতে তুলে দেবেন সোনার গহনা। কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
কাঁদতে কাঁদতে ছোট ভাই সোহান ফকির বলেন, “সরকারের কাছে আমাদের একটাই দাবি—ভাইয়ের লাশটা যেন দ্রুত দেশে আনা হয়।”
শামীম রেজা দেড় বছর আগে বিয়ে করেছিলেন। অল্প দিনের সংসার রেখে দেশের ডাকে সাড়া দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন তিনি। স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ও নির্বাক হয়ে পড়েছেন তার স্ত্রীও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
আইএসপিআরের এক বার্তায় জানানো হয়, হামলার পর ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান। আহত শান্তিরক্ষীদের উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
দেশের জন্য, শান্তির জন্য, মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সৈনিক শামীম রেজা।
একজন বাবার বুক শূন্য হলো, একটি পরিবার হারাল তাদের ভরসা, আর বাংলাদেশ হারাল আরেকজন বীর সন্তান।
মন্তব্য করুন
