সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের উঠান বৈঠকে বিএনপি নেতার বাঁধা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান শান্তর বিরুদ্ধে
expand
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান শান্তর বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান শান্তর বিরুদ্ধে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভোলাকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেহলা মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ওই দিন সকাল থেকে ভোলাকোট ইউনিয়নে জনসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। সকালে দুটি কর্মসূচি শেষ করে সকাল ১০টার দিকে দেহলা মজুমদার বাড়িতে তৃতীয় উঠান বৈঠকে অংশ নেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, উঠান বৈঠকের শেষ পর্যায়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মাহফুজুর রহমান শান্ত নামের এক বিএনপি নেতা সভাস্থলে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি গালিগালাজ অব্যাহত রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান শান্তা (ইউপি সদস্য) বলেন, তার অনুমতি না নিয়ে এবং নিষেধ করার পরও ওই বাড়ির আঙিনায় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি দাবি করেন, কর্মসূচি চলাকালে তাকে মারধরের চেষ্টা করা হয়। বাড়ির সামনে পর্যাপ্ত খোলা জায়গা থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে কর্মসূচি আয়োজন করায় তিনি বাধা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X