

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে বহি:বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে।
তিনি এক হাতে প্রেসক্রিপশন করেন আর অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এরপর ডা. শামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও গণমাধ্যমে প্রচার হলে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাড়ে ১১ টাকা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়।
এসময় বহির্বিভাগের চিকিৎসক ডা. শামরিন সুলতানার দায়িত্বে অবহেলা, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ছুটিতে থাকার অভিযোগের নথিপত্র যাচাই-বাচাই করে প্রাথমিক সত্যতা পায় দুদক।
জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের নথিপত্র যাচাইয়েও বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। সব ডকুমেন্টস পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
