সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
জামায়াতের আলোচনা সভা
expand
জামায়াতের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক। সভা সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক বলেন, স্বাধীনতার প্রাক্কালে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকসহ দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ আমাদের ন্যায়, মানবিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা দেয়।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের আদর্শ বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি সেক্রেটারি অধ্যাপক আবুল হাসিম রেজা, অফিস সেক্রেটারি নুর-ই আলী আল মামুন এবং যশোর শহর ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X