

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোক। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সাপ্লাই কোরের কর্পোরাল মাসুদ রানা। খবরটি পৌঁছানোর পর থেকেই শোক আর কান্নায় ভারী হয়ে উঠেছে তাঁর পরিবার ও স্বজনদের বাড়ি।
স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী আসমাউল হুসনা আখি। ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা মর্জিনা বেগম। একমাত্র কন্যা, মাত্র ৮ বছর বয়সী মাগফিরাতুল মাওয়া আমিনা যেন সবকিছু হারিয়ে স্তব্ধ হয়ে গেছে। পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কর্পোরাল মাসুদ রানা প্রায় ১৮ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। গত এক মাস সাত দিন আগে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় তিনি নিহত হন।
এই খবরে শুধু পরিবার নয়, শোকাহত পুরো গ্রাম। প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে আছেন এই মর্মান্তিক ঘটনায়। দেশ ও জাতির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়া এই সেনা সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আগামী ২-৩ দিনের মধ্যে মরদেহ গ্রামের বাড়ি বোয়ালিয়া পাড়ায় পৌছাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন
