সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চরভদ্রাসন উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
ডানে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্লা ও বামে সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর
expand
ডানে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্লা ও বামে সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর

মোজাফ্ফর হোসেন জাফরকে সভাপতি ও আব্দুল ওয়াহাব মোল্লাকে সাধারণ সম্পাদক করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবদলের আংশিক ২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন। এতে বলা হয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি কেন্দীয় দপ্তরে প্রেরনের নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে নবনির্বাচিত চরভদ্রাসন উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর বলেন, আমি আগের আহব্বায়ক কমিটির আহব্বায়ক ছিলাম। এই কমিটিতে কেন্দ্রীয় যুবদল আমাকে সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবে তা বাস্তবায়নে কাজ করে যাব।

এদিকে, নবনির্বাচিত চরভদ্রাসন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্লা বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের ধানের শীষের বিজয়ে কাজ করছি। বর্তমান দেশের যে পরিস্থিতি তা থেকে জনগণকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব। এজন্য তিনি যুবদলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X