

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াত নেতার বিরুদ্ধে এক গৃহবধূর সম্ভ্রমহানি ও পুকুরে ঝাঁপ দিয়ে রক্ষা পাওয়ার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূর স্বামী আক্কাস মুন্সী।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গৃহবধূর স্বামী আক্কাস মুন্সী বলেন, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার প্রতিপক্ষের সঙ্গে আমাদের ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষ সামান্য আহত হন। তবে এ ঘটনায় কোনো ধরনের সম্ভ্রমহানীর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এই ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “জামায়াত নেতা কর্তৃক গৃহবধূর সম্ভ্রমহানীর চেষ্টা, পুকুরে ঝাঁপ’ শিরোনামে সংবাদ হিসেবে প্রকাশ করা হয়েছে। একটি মহল কৌশলে আমার, আমার স্ত্রী ও শাশুড়ির খণ্ডিত বক্তব্য রেকর্ড করে তা প্রচার করেছে। মূলত একটি মহল জামায়াতের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যেই এ সংবাদ প্রকাশ করেছে। এতে আমাদের পরিবারের সামাজিক সম্মান ক্ষুন্ন হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্কাস মুন্সী বলেন, “যারা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদ এবং ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ শুভ।
জামায়াত নেতা মোহাম্মদ শুভ বলেন, “পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে আমাদের ঝগড়াঝাঁটি হয়েছে। কিন্তু সম্ভ্রমহানীর কোনো ঘটনা ঘটেনি। বিষয়টিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।
মন্তব্য করুন
