সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
সজীব (২৫)
expand
সজীব (২৫)

যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজীব (২৫) নামের আরেক যুবক, যিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে। আহত সজীব একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে আরাফাত ও সজীব একটি জিক্সার মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দু’জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই আরাফাতের মৃত্যু হয়েছে। আহত সজীব বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীদের মাথায় কোনো হেলমেট ছিল না। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও নিরাপত্তা ব্যবস্থা না মানাই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X