

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পানবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে দুই পান ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পটিয়া থানার হাইদগাঁও এলাকার কমল চৌধুরী (৫৩) এবং হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর পূর্বপাড়া এলাকার সমীর চৌধুরী (৫৪)। আহত উজ্জ্বল চৌধুরী (৪৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি পটিয়া থেকে মিরসরাইয়ের উদ্দেশে যাচ্ছিল। উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
