সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভিটা মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।

রোববার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আলেকদিয়া এলাকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী ও উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে উর্বর কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করছে। অনেক পরিবার তাদের বসতভিটা ও চাষযোগ্য জমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আলেকদিয়া গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিকী নজরদারি জোরদারের আহ্বানও জানান তারা।

এদিকে, গত ২৭ নভেম্বর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেও অনুরূপ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কৃষিজমি দখল ও মাটি ভরাটের চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানান এলাকাবাসী।

সমাবেশে কৃষকরা বলেন, “আমরা কৃষক, কৃষিই আমাদের জীবন। কৃষিজমি ধ্বংসের যেকোনো অপচেষ্টা আমরা রুখে দেব।” কর্মসূচি শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X