

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত সাদ্দাম হত্যা মামলার বিচার ও প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসি ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করেন তারা।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
প্রতিবাদ সভায় নেতারা অবিলম্বে দেলোয়ার হোসেন দিলীপকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য, নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত সাদ্দামের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই র্যাব অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দিলীপের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার স্থায়ী বহিষ্কার ও ফাঁসির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন
